রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন

তীব্র গ্যাস সংকটে কাবু রাজধানীবাসী। গতকাল রাত থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় চলছে এ অবস্থা। আজ সকালে রাজধানীর হাতিরপুল, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মতিঝিল, শাহজাহানপুর, ফার্মগেট, পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুর এলাকায় তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত ছিল জনজীবন। অনেকেই সকালে বাসায় রান্না করতে পারেননি। কোন কোন এলাকায় খুবই কম প্রেসার ছিল গ্যাসের। তবে রাজধানীর অন্যান্য এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে। রাজধানীর বাইরেও বিভিন্ন এলাকায় গ্যাস সরকরাহে বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পেট্রোবাংলা সূত্র জানায়, মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৮৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। এখন সেখান থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহ ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর