রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

রোজায় মাংসের দাম নির্ধারণ

রোজায় মাংসের দাম নির্ধারণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মাংসের দাম নির্ধারণ করেছে। আজ ফুলবাড়িয়াস্থ নগর ভবন মিলনায়তনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার এই দাম নির্ধারণ করা হয়। দেশি গরুর মাংস ২৭৫ টাকা, খাসির মাংস ৪৫০ টাকা, বকরির মাংস ৩৯০ টাকা, মহিষের মাংস ২৫০ টাকা এবং বিদেশি গরুর মাংস ২৫০ টাকা। পহেলা রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজমুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর