রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

ডিজিএফআই সদস্যদের মারধর; আশিয়ান সিটির মালিক নজরুল উধাও

ডিজিএফআই সদস্যদের মারধর; আশিয়ান সিটির মালিক নজরুল উধাও
সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর দুই সদস্যকে মারধর ও মামলার পর আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া, এমডি সাইফুল ইসলাম ভূঁইয়াসহ এজহারভুক্ত ১২ আসামি এখন উধাও। পুলিশ তাদের আটক করতে এরইমধ্যে অভিযান চালিয়েছে তাদের অফিস ও বাড়িতে। তারপরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আছে তারা।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় গুলশান-২ নম্বর গোলচক্করের পার্শ্ববর্তী ইউনিকর্ন প্লাজায় গোয়েন্দা সংস্থার দুই সদস্যকে আটক করে মোবাইল ও পরিচয়পত্র কেড়ে নিয়ে বেধড়ক মারধর ও হত্যার চেষ্টা করে আশিয়ান সিটির সন্ত্রাসীরা। আশিয়ান সিটির চেয়ারম্যান ও এমডি এ সময় উপস্থিত ছিলেন। পরে গুলশান থানা পুলিশ ও ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত হয়ে গুরুতর আহত দুই গোয়েন্দা সদস্যকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদের সিএমএইচ-এ ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার সকালে ডিজিএফআইর কর্পোরাল আবু তাহের ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে পাঠানো হলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মাঈনুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক আগামী ২৯ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে গুলশান থানাকে নির্দেশ দেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূরে আজম জানান, আসামিদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সন্দেহজনক জায়গাগুলোতে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারিক জানান, মামলা দায়েরের পর আমরা তাদের অফিসে অভিযান চালিয়েছি। নিরাপত্তাকর্মী ছাড়া কাউকে পাওয়া যায়নি। আশিয়ান সিটির চেয়ারম্যান ও এমডিসহ ১২ আসামির অবস্থান নিশ্চিত করার জন্য সোর্স নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ খবর