শনিবার, ১৩ জুলাই, ২০১৩ ০০:০০ টা

বন্যপ্রাণী বিক্রি বন্ধে মেলায় গণসংযোগ

সিলেটে রথ মেলায় বন্য প্রাণী বিক্রি বন্ধের দাবি জানিয়েছে তিনটি পরিবেশ বিষয়ক সংগঠন। গতকাল সংগঠনের নেতারা নগরীর রিকাবীবাজার রথ মেলায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা ব্যবসায়ীদের কাছে পরিবেশ আইনের বিভিন্ন দিক তুলে ধরে প্রকাশ্যে বন্য প্রাণী বিক্রি করলে এর শাস্তি সম্পর্কে সচেতন করেন। এ সময় ব্যবসায়ীরা মেলায় পাখি বিক্রি করা হবে না বলে তাদের আশ্বস্ত করেন।

পরিবেশবিষয়ক সংগঠনগুলোর পক্ষে ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, প্রাধিকারের সভাপতি রাহুল দাস তালুকদার, গ্রিন এঙ্প্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর