রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
বঙ্গোপসাগরে লঘুচাপ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের বড় জাহাজ থেকে পণ্য উঠানামা করা সম্ভব হয়নি গতকাল। বৃষ্টির কারণে বন্দর জেটিতেও পণ্য উঠানামায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টি এবং জোয়ারের পানিতে শনিবার সকালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে এ আবদ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসের জন্য লাইটারেজ জাহাজ গমন প্রায় বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর