বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা
ঈদ বাজার

মহিলাদের পছন্দ জলনূপুর তরুণীদের জানবি পঙ্খরী

মহিলাদের পছন্দ জলনূপুর তরুণীদের জানবি পঙ্খরী

রংপুরে ঈদের বাজার জমে উঠেছে। অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিত্তবান ও মধ্যবিত্তদের নজর অভিজাত বিপণিবিতানে। আর নিম্নবিত্তদের পদচারণা ফুটপাত ও ছোট ছোট দোকানগুলোতে। শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেট ও বিপণিবিতানগুলোতে বাহারি সব পণ্যের সমাহার ঘটানো হয়েছে। করা হয়েছে আলোকসজ্জা। দোকাগুলোতে বাড়ানো হয়েছে বিক্রেতার সংখ্যা। এদের বেশিরভাগই সুন্দরী তরুণী। অনেকেই আবার বিক্রি বাড়ানোর জন্য মূল্যছাড়ের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করায় বেশ কয়েকটি দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষণীয়। ব্যবসায়ীরা বলছেন, গত ঈদের তুলনায় দাম কিছুটা বাড়লেও ক্রেতাদের কাছে সেটা মনে হচ্ছে না। বেশ কয়েকটি কাপড়ের দোকান ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার মহিলাদের পছন্দের শীর্ষে রয়েছে জলনূপুর নামের শাড়ি। মানভেদে একেকটি শাড়ি বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ৭ হাজার ২৫০ টাকায়। এর পরে পছন্দের তালিকায় রয়েছে ইষ্টিকুটুম, বাহা, টাপুরটুপুর নামের শাড়ি। তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে জানবি-২, পঙ্খরী, জিংকি নূপুর, জান্নাত, সখি-১ ও ব্লু বেরি নামের থ্রিপিস। ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটকের নামে এসব শাড়ি ও থ্রিপিসের নামকরণ করেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। টাঙ্গাইল শাড়িও ভালোই বিক্রি হচ্ছে। অপরদিকে তরুণদের পছন্দ জিন্স প্যান্ট ও শর্ট পাঞ্জাবি। কিশোর-কিশোরীরা ঝুঁকছে ডোরেমন, ঝিলিক ও টপস সেটের দিকে।

রংপুরের বড় অভিজাত কাপড়ের দোকান 'রঙ্গণে' কথা হয় সুদূর আমেরিকা থেকে আসা নবদম্পতি নাসিফ ও সুগন্ধার সঙ্গে। নতুন বউকে নিয়ে ঈদ করতে এসেছেন। বিয়ের পর এটাই প্রথম ঈদ। নাসিফ দিতে চান শাড়ি। বউয়ের পছন্দ থ্রিপিস। বিক্রেতাও মেলে ধরেছেন পঙ্খরী, জানবি-২, জিংকি নূপুর, জান্নাত, সখি-১, ও ব্লু বেরি নামের থ্রিপিস। বাহারি ডিজাইন আর কারুকাজ দেখে পছন্দ হয়ে যায় নাসিফের। ২২ হাজার ৫০০ টাকায় বউকে কিনে দেন পঙ্খরী নামের একটি থ্রিপিস। শাড়ির গ্যালারির বিক্রেতা আবদুল বারিক মানিক বললেন, এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জলনূপুর। ইষ্টিকুটুম ও বাহা, আসকারা, টাপুরটুপুর বিক্রি হচ্ছে ৫ হাজার ৮০০ থেকে ৭ হাজার ২০০ টাকায়।

 

 

সর্বশেষ খবর