বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আজ মুদ্রানীতি ঘোষণা

আজ চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। ষান্মাসিক ভিত্তিতে ঘোষিত মুদ্রানীতির ভঙ্গি নির্ধারণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে গভর্নর ড. আতিউর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করবেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয়মাসের মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে মুদ্রানীতি ঘোষণা করা হবে। এছাড়া ঋণ সরবরাহ ও শেয়ার বাজারে বিনিয়োগের বিশেষ সুযোগ রাখা হতে পারে। তবে এবারও মুদ্রা সরবরাহের কোনো হার নির্ধারণ করা হচ্ছে না। সর্বশেষ ২০১০ সালে সাড়ে সাত শতাংশ মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরপর প্রতিবছর নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর