বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বিষয়ক প্রশিক্ষণ

খুলনায় গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস প্রয়োগ ও বাস্তবায়নের ওপর প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে। বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন ও মৎস্য অধিদফতরের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ফিশ কর্তৃক বাস্তবায়নকৃত ইউএস এইডের এফটিএফ অ্যাকোয়াকালচার প্রকল্পের আর্থিক সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল ও গোপালগঞ্জ জেলার ২২৭ জন মৎস্য কর্মকর্তা ও এনজিও কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মৎস্য অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্যরঞ্জ বিশ্বাস, বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মাহমুদুল করিম, মৎস্য অধিদফতর খুলনার পরিচালক (মাননিয়ন্ত্রণ) মো. আবদুর রাশেদ, উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার, আবদুল ওয়াদুদ, শামীম হায়দার, গোলাম রাব্বানী, হরেন কে সরকার, গোলাম মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর