বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

পাঁচ কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ

পাঁচ কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ

পাঁচ কোম্পানির শেয়ার দর নিয়ে কারসাজি করে মুনাফা হাতানোর অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি) এক মাস ধরে এসব কোম্পানির কারসাজির অভিযোগ তদন্ত করছে। সূত্রে জানা গেছে, এর আগে পাঁচ দিন টানা দরপতনের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সার্ভিলেন্স বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে জেএমআই সিরিঞ্জ, আলহাজ টেঙ্, বঙ্গজ, সিভিও পেট্রোকেমিক্যাল ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার। 
ঊধর্্বমুখী বাজার : টানা পাঁচ দিন দরপতনের পর ঊধর্্বমুখী হয়েছে সূচক। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনকৃত ২৮৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের। ডিএসইর সাধারণ সূচক ১৮৪ বেড়ে ৪ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৬৪ কোটি টাকার শেয়ার। 
বোনাসে বাধা নেই মিউচ্যুয়াল ফান্ডের : 
পুঁজিবাজারের তালিকাভুক্ত সব মিউচ্যুয়াল ফান্ড নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস দিতে পারবে। মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা সংশোধনীর মাধ্যমে এ সুযোগ দিয়েছে বিএসইসি। এর আগে মিউচ্যুয়াল ফান্ডগুলো শুধু নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারত।
 

সর্বশেষ খবর