বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা
সংস্কৃতি

উদীচীর \\\'হাফ আখড়াই\\\' মঞ্চস্থ

উদীচীর \\\'হাফ আখড়াই\\\' মঞ্চস্থ

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হলো উদীচী শিল্পী গোষ্ঠীর নাটক 'হাফ আখড়াই'। এটি উদীচীর কেন্দ্রীয় নাটক বিভাগের পঞ্চদশ প্রযোজনা। সংগঠনের সহসভাপতি ড. রতন সিদ্দিকী রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আজাদ আবুল কালাম। বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত এবং তার শিষ্য মোহনচাঁদ বসুর আদর্শগত দ্বন্দ্ব এবং পরিণতি নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন_ আমিনুল ইসলাম তপন, মারুফ রহমান, শহীদুল আলম দীপু, জিয়াউর রহমান লিটু, অমিত রঞ্জন দে, নাজমুল হক বাবু, আলমগীর হোসেন, রতন দেব, আনোয়ারুল হক, ফাহমিদা হক কলি, রিফাত, শারমিন আক্তার রিনি, রিমা, আশরাফুন্নাহার মালা, হামিদুল ইসলাম হিল্লোল, আইনুন ইসলাম অপু এবং মাসুম।
 

সর্বশেষ খবর