বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

\\\'এ সরকারের আমলেই শিক্ষকদের পৃথক বেতন কাঠামো\\\'

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে বর্তমান সরকারের আমলেই শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করা হবে। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের ক্যান্টাবেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে 'রিসার্চ অ্যান্ড এডুকেশনাল চেঞ্জ ইন বাংলাদেশ' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক নাজমুল হক, নিউজিল্যান্ডের ক্যান্টাবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী ডিন এনিনকা গ্রিনউড প্রমুখ।
 

সর্বশেষ খবর