শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

খুলনার জিরো পয়েন্টে যুবলীগের পশুহাট!

খুলনা সিটি করপোরেশন পরিচালিত কোরবানির পশুর হাটের পাল্টা আরেকটি হাট স্থাপনের তোড়জোড় শুরু করেছে খুলনা মহানগর যুবলীগ। সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতা এরই মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এই পশুর হাটের অনুমতির জন্য খুলনা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। নতুন এ হাটটি অনুমোদিত হলে খুলনা সিটি করপোরেশন পরিচালিত খ্যাতনামা কোরবানির পশুর হাটটি ক্ষতির মুখে পড়বে, যা করপোরেশনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সনি্নকটে জিরো পয়েন্টে নতুন একটি কোরবানির পশুর হাট স্থাপনের অনুমতি চেয়ে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা জেলা কমান্ডার সরদার মাহবুবার রহমান ২৫ আগস্ট জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। আবেদনে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের সংগঠনের মাধ্যমে নতুন এ হাটটি পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে। এর আবেদনপত্রে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সুপারিশ করেছেন। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন পশুর হাটের আবেদনটি পাওয়ার পর পুলিশ সুপার ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মতামত চাওয়া হয়েছে। তারা উভয়েই শর্তসাপেক্ষে নতুন পশুর হাটের অনুমতি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। তবে নতুন এই হাট স্থাপিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি বলেন, পরিকল্পিতভাবে খুলনা সিটি করপোরেশনকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পাল্টা পশুর হাট স্থাপনের চেষ্টা চলছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি শহরের বাইরের নির্জন এলাকায় টাকা-পয়সা নিয়ে যাতায়াত করা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। পাশাপাশি বাইপাস সড়কেও যানজটের সৃষ্টি হবে, যা সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসনকেও চাপের মধ্যে ফেলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর