শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

আবুল খায়ের মুসলেহউদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আবুল খায়ের মুসলেহউদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

খ্যাতিমান কবি, কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহউদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৪ সালের ২০ এপ্রিল তিনি কুমিল্লার লাকসাম উপজেলার লৎসর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাস করার পর তিনি কর্মজীবনে প্রবেশ করেন। তিনি বাংলাদেশ সরকারের বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত আইজির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার চেয়ারম্যান থাকাকালীন অবসর গ্রহণ করেন। আবুল খায়ের মুসলেহউদ্দিনের গ্রন্থের সংখ্যা প্রায় ১০০। এর মধ্যে কাব্যগ্রন্থ ৩টি, উপন্যাস ২০টি, গল্পগ্রন্থ ৩০টি, শিশুতোষ কাব্যগ্রন্থ ১১টি, শিশু-কিশোর গল্প-উপন্যাসের সংখ্যা ২০টি, ইতিহাস ও ঐতিহ্য এবং জীবনীগ্রন্থ ৫টি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবুল খায়ের মুসলেহউদ্দিন ফাউন্ডেশন মরহুমের গ্রামের বাড়ি ফেনুয়ায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর