শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

খালেদা জিয়ার সফরের পর উত্তরে বিএনপি এখন চাঙ্গা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উত্তরাঞ্চল সফর করে গেলেন। সাংগঠনিক এই সফরকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দলীয় নেতা-কর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি জোরালো করতে তৃণমূল নেতা-কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে তিন দিনের এই সফর করেন তিনি। বেগম খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, রংপুর ও রাজশাহীর দলীয় নেতা-কর্মীরা দলীয় গ্রুপিং ভুলে দলকে শক্তিশালী করতে মাঠে নেমেছেন। বেগম খালেদা জিয়ার সফর ৬টি জেলার বিএনপি নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাখে। সমাবেশের মূল বক্তব্য ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন। এ দাবি আদায়ে আন্দোলনে নামার আহ্বান। আর এ আহ্বানে তৃণমূল নেতা-কর্মীরা সংগঠিত হতে শুরু করেছেন।

জেলা পর্যায়ের নেতা-কর্মীরা এখন বিএনপি ও তার অঙ্গসংগঠনকে শক্তিশালী করতে দলীয়ভাবে আলোচনা শুরু করেছেন। এতে করে সক্রিয় নেতা-কর্মীদের সঙ্গে নিষ্ক্রিয় কর্মীরাও চাঙ্গা হয়ে উঠছেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখনই সরকার পতনের কর্মসূচি দেবেন তা বাস্তবায়নে বগুড়ার নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর