শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি

ওসি সালাউদ্দিনসহ নয় জনের বিরুদ্ধে মামলা

পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী শেখ আব্দুল ওয়াহিদ এ মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন রাজধানীর মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন, এসআই মো. ছানোয়ার হোসেন, লতিফ (বরখাস্ত হওয়া পুলিশ) এসএম ইদ্রিস, মো. ইউসুফ, কাজী সাইজুদ্দিন, মো. আলী আজ্জম, কাজী নাসির উদ্দিন ও মো. শিপন। মামলায় অভিযোগ করা হয়, বাদী শেখ আব্দুল ওয়াহিদের স্ত্রী আকবারি আহমেদ তন্দ্রার মালিকানাধীন একটি সম্পত্তি (মিরপুরে) নিয়ে আব্দুল লতিফ নামের এক পুলিশ (বরখাস্ত) ও তার সঙ্গীয়দের সঙ্গে বিরোধ চলছিল। গত ২৮ আগস্ট ওই সম্পত্তিতে আসামির লোকজন দোকান নির্মাণ করতে গেলে বাদী বাধা দেন। পরে গত ২৯ আগস্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদারের আদালতে মামলা করলে সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন বিচারক। আদেশের কপি নিয়ে ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার কর্তব্যরত অফিসার আসামি এসআই সানোয়ার হোসেনের কক্ষে গেলে তিনি বাদীকে ওসি সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে বলেন। আদালতের আদেশ দেখে বাদীকে ওসি সালাউদ্দিন বলেন, 'এটা থানা, এটা আদালত নয়। আদালতের আদেশের থানায় কোনো মূল্য নেই।'
এরপর ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে বাদীকে আসামি লতিফ, ওসি সালাউদ্দিনের সহযোগিতায় তার নিজের বাড়িতে ধরে নিয়ে যায়। সেখানে বাদীর মাথায় লতিফ পিস্তল ঠেকিয়ে ৩০০ টাকার ননজুডিশিয়াল অলিখিত স্ট্যাম্পে বাদীর স্বাক্ষর নেন। কেবল তাই নয়, ওসি সালাউদ্দিন বাদীর বিরুদ্ধে ওই দিন মিথ্যা মামলা দিয়ে কোর্টে চালান দেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর