শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

প্রবারণা পূর্ণিমা উদযাপিত

যথাযথ মর্যাদায় গতকাল উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা। বাংলা আশ্বিন মাসের পূর্ণিমাই বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা। দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ। এই তিথিতে আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ভিক্ষুদের বর্ষাবতের অবসান হয়, এরপর দিন থেকে বৌদ্ধ ভিক্ষুরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েন কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগদানের জন্য। এই পবিত্র তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গতকাল ফানুস উড়িয়েছেন। এর উদ্দেশ্য ছিল, আকাশে ভাসমান গৌতম বুদ্ধের কেশরাজিকে বন্দনা করা। প্রবারণা পূর্ণিমায় দেশের বৃহত্তম আয়োজন হয় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধবিহারে। এখানে শত শত ফানুস ওড়ানো হয়। রাজধানীর পর দ্বিতীয় বড় উৎসবের আয়োজন হয় চট্টগ্রামের এনায়েত

বাজার বৌদ্ধবিহারে। দিবসটি উপলক্ষে গতকাল সারা দেশের আড়াই হাজারেরও বেশি বৌদ্ধবিহার থেকে ফানুস ওড়ানো হয়। বৌদ্ধগ্রামগুলোর আকাশে তখন যেন তারার মেলা বসেছিল। বৌদ্ধ নর-নারীরা দানীয় ও পূজার সামগ্রী নিয়ে বৌদ্ধবিহারে সমবেত হন। ভিক্ষুদের কাছ থেকে শীল গ্রহণ করেন, ভিক্ষুদের খাদ্যভোজ্য প্রদান করেন এবং দান-দক্ষিণা দেন। কেউ কেউ অষ্টশীল নিয়ে বিহারে অবস্থান করেন। দুপুরে ধ্যান সমাধি হয় এবং বিকালে আয়োজিত হয় ধর্মসভা। সন্ধ্যায় শীল গ্রহণ এবং প্রদীপ পূজা হয়, অর্থাৎ বুদ্ধমূতির্র সামনে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয় বৌদ্ধদের ঘরে ঘরে হয় আনন্দ উৎসব। উত্তম খাদ্য রান্না করা হয়। পায়েস ও পিঠা পরিবেশন করা হয়। একে অন্যের বাড়িতে যান। শুভেচ্ছা বিনিময় করেন। বড়রা ছোটদের আর্শীবাদ করে, ছোটরা বড়দের শ্রদ্ধা জানান। এই মিলন পারস্পরিক সৌহাদর্্য, সামাজিক ঐক্য ও সংহতিকে জোরদার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর