বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
চট্টগ্রামে তথ্যমন্ত্রী

ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রামের সাংবাদিক নেতারা ফরহাদ মজহারকে বোমা হামলার উসকানিদাতা আখ্যায়িত করে তাকে গ্রেফতারের দাবি জানালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফরহাদ মজহারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তথ্যমন্ত্রী এ সময় বলেন, ফরহাদ মজহারের বক্তব্য গণতন্ত্র ও গণমাধ্যমের জন্য হুমকি। বিষয়টি তদন্ত হচ্ছে। গণমাধ্যম গণতন্ত্রের মিত্র। তাই গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমকে রক্ষা করতে হবে। তথ্যমন্ত্রী গতকাল চট্টগ্রাম সফর করেন। এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) একটি প্রতিনিধি দল সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীর নেতৃত্বে তার সঙ্গে সাক্ষাৎ করে। তারা এ সময় সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহবান জানান।

সাংবাদিক নেতাদের তথ্যমন্ত্রী এ সময় আরও বলেন, দুই নেত্রীর সংলাপের দরজা এখনো বন্ধ হয়নি। তবে সংলাপের আগে শর্ত জুড়ে না দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

এর আগে তথ্যমন্ত্রী টিআইসি মিলনায়তনে গণসংলাপে বেগম জিয়াকে উদ্দেশ করে বলেন, 'সংলাপের ট্রেনে না চড়লে গণতন্ত্রের ট্রেন মিস করবেন।'

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর