বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
সংস্কৃতি

মান্না দে-কে স্মরণ করল শিল্পিত

মান্না দে-কে স্মরণ করল শিল্পিত

সদ্য প্রয়াত মান্না দে-কে স্মরণ করল সাংস্কৃতিক সংগঠন শিল্পিত। গতকাল সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে 'বাংলা গানের নষ্টালজিক গানের পাখিটি নেই' শিরোনামের এই স্মরণসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, সংগীতজ্ঞ আজাদ রহমান, শেখ সাদী খান, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ আশরাফউজ্জামান ও একতা কালচারাল অর্গানাইজেশনের সভানেত্রী মেহেরুণ নাজ। মোজাই জিভান ও সমীরের শিল্পকর্ম গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হলো যশোরের মোজাই জিভান সাফোরি এবং নড়াইলের সমীর মজুমদারের 'যখন নিঃশব্দ শব্দকে খাবে' শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেখট কোনজি। 'বায়ান্ন'র ৫২ ভাষাসৈনিক' গ্রন্থের প্রকাশনা
গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো 'বায়ান্ন'র ৫২ ভাষাসৈনিক গ্রন্থের প্রকাশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রকৌশলী এম এমদাদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর