সোমবার, ৪ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

চবিপ্রবিতে শিক্ষার্থীদের তালা

রাষ্ট্রপতি মনোনীত উপাচার্য, বিভিন্ন অনুষদে স্থায়ী ডিন নিয়োগসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন ও প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষে তালা দিয়েছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন ও প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষে তালা লাগিয়ে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত এবং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে রাষ্ট্রপতি মনোনীত উপাচার্য নিয়োগসহ শিক্ষার্থীদের দাবি পূরণে কর্তৃপক্ষ কমিটি গঠন করলে তারা কর্মসূচি স্থগিত করে। কিন্তু গত এক মাসেও দাবি পূরণ না হওয়ায় সকালে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে নামে। জানা গেছে, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ইউএসটিসি জনসেবা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে। তার মৃত্যুর পর থেকে ইউএসটিসিতে উপাচার্যের পদ খালি রয়েছে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের ক্লাস নেওয়াসহ একাডেমিক কার্যক্রম সচলের দাবিতে গতকাল সকাল থেকে অনশন শুরু করেছে। শিক্ষার্থীরা সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ও প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে অবস্থান গ্রহণ করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর