শিরোনাম
সোমবার, ৪ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

বরিশালে সাংবাদিককে আসামি করে মামলা

ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের গুলিতে সর্বহারা নেতা আহত হওয়ার ঘটনায় বরিশালে বসবাসরত এক সাংবাদিকের নামে শনিবার গৌরনদী থানায় 'হত্যাচেষ্টা' মামলা করেছেন সন্ত্রাসী আসলাম শিকদার। পিতার হত্যা মামলার আসামি আসলাম শিকদার ও তার সহযোগীদের অপকর্ম নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাহাত খানকে এই মামলায় আসামি করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি চরমপন্থি সর্বহারা নিয়ে স্যাটেলাইট টেলিভিশন ইনডিপেনডেন্টে প্রচারিত ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সংবাদে ক্ষতিগ্রস্ত হিসেবে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বক্তব্য দেন তিনি এবং তার পরিবার। এসব কারণে সাংবাদিক রাহাত খানকে শায়েস্তা করতে আসামি করা হয়েছে বলে আসলাম শিকদার তার ঘনিষ্ঠজনদের বলেছেন বলে জানায়। গতকাল গৌরনদী থানায় দায়ের করা মামলায় রাহাত খান ছাড়াও ইউপি চেয়ারম্যান ও বিএনপির ৩ নেতাসহ ১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। জানা যায়, ১৯৯৩ সালের ২০ মার্চ সন্ধ্যায় বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে প্রকাশ্যে ইউনুস খানকে গুলি চালিয়ে হত্যা করে সর্বহারা ক্যাডাররা। এ ঘটনায় নিহতের মেঝ ছেলে সাংবাদিক রাহাত খান বাদী হয়ে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় আসলাম শিকদারকে ২ নম্বর আসামি করা হয়।

কিন্তু সর্বহারাদের ভয়ে কেউ সাক্ষী না দেওয়ায় '৯৬ সালে বরিশাল জেলা জজ আদালত ওই মামলা থেকে তাকে খালাস দেন। এর পর থেকে আসলাম আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বিভিন্ন সময় মামলার খরচ বাবদ নিহত ইউনুস খানের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী আসলাম শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে বেশ কয়েকটি আলোচিত হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর