শিরোনাম
সোমবার, ৪ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

তীব্র যানজটে নাকাল নগরবাসী

গত কয়েকদিন যানজট থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। রাজনৈতিক সভা-সমাবেশে আর হরতালের কারণে নগর জুড়ে লেগে আছে যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে নাকাল নগরবাসী। গতকালও এর ব্যক্তিক্রম ছিল না। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশের কারণে গতকাল দুপুর থেকেই নগর জুড়ে ছিল তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় ঠাঁয় দাঁড়িয়েছিল যানবাহন। অন্যদিকে নগর পরিবহনগুলো শহর থেকে বের না হতে পারায় ফার্মগেট, বনানী, মিরপুর রোডসহ এসব এলাকায় হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিলেন গাড়ির অপেক্ষায়। গত সপ্তাহে বিএনপিসহ ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে বুধ ও বৃহস্পতিবার নগরী জুড়ে ছিল তীব্র যানজট। গতকাল জেল হত্যা দিবসে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে সপ্তাহের প্রথম কর্মদিবসেই নগর জুড়ে যানজট দেখা দেয়। এ জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং ঢাকার আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে যাওয়া শুরু করলে যানজটের সৃষ্টি হয়। একদিকে যানজট, অন্যদিকে আজ থেকে শুরু হওয়া বিরোধী জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে গতকাল বিকাল থেকেই গণপরিবহন সংকটও দেখা দেয় নগরীতে। ইদানীং হরতালের আগে গাড়ি পোড়ানো শুরু হওয়ার পর থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে অফিস শেষে ঘরে ফেরা সাধারণ যাত্রীদের দুর্ভোগ ছিল অসহনীয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর