টঙ্গীতে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাগাড় এলাকার অনন্ত ফেব্রিক্স, শিশির নিটিং ও সার্ফ এক্সেল পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করলে এ সংঘর্ষ হয়। এ সময় শিল্প পুলিশের সদস্য শাহিনুর রহমান ও বাদশা ফাহাদসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হন। পরে ওই তিনটি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।