শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর গুলিবিনিময়, আহত ৬

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর গুলিবিনিময়, আহত ৬

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক সিনিয়র ও জুনিয়রের মধ্যকার বাতবিতণ্ডাকে কেন্দ্র করে মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের নেতা-কর্মীরা এ সংঘর্ষে জরান। গতকাল বিকাল সাড়ে ৪টায় আল বেরুনী হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মীর মশাররফ হোসেন হলের নেতা-কর্মীরা আল বেরুনী হলের পাশের বিভাগগুলোয় হামলা চালান এবং প্রতিপক্ষকে উদ্দেশ করে ২ রাউন্ড গুলি ছোড়েন। এতে উভয় হলের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মীর মশাররফ হোসেন হলের রেদওয়ানের (মার্কেটিং, ৪০তম ব্যাচ) সঙ্গে ছাত্রলীগের আল বেরুনী হলের সভাপতি মহব্বত আমিন শিশিরের (প্রত্নতত্ত্ব, ৩৮তম ব্যাচ) কথাকাটাকাটি হয়। সেখানে উপস্থিত ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সুভাশিস কুণ্ডু টনি ব্যাপারটি মীমাংসা করতে গেলে রেদওয়ানের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে বিকাল সাড়ে ৪টার দিকে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র, রড, লাঠি নিয়ে আল বেরুনী হলের সামনে অবস্থান নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তারা আল বেরুনী হলের নেতা-কর্মীদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়েন। এ সংঘর্ষে আহতরা হলেন মৃদুল (নাট্যতত্ত্ব বিভাগ ৪১তম ব্যাচ), সায়েম (সরকার ও রাজনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), ইসরাফিল (লোকপ্রশাসন বিভাগ, ৪০তম ব্যাচ), আরিফ (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৮তম ব্যাচ), শামীম (মার্কেটিং বিভাগ, ৩৯তম ব্যাচ) ও বহিষ্কৃত আসফিকুর রেজা সাগর (ইতিহাস বিভাগ, ৪০তম ব্যাচ)। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।

নয় দিন ধরে অবরুদ্ধ দুই উপ-উপাচার্য : এদিকে নয় দিন ধরে অবরুদ্ধ রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও অধ্যাপক আফসার আহমদ। উপাচার্যের পদত্যাগ ও অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচন দাবিতে তাদের অবরুদ্ধ করে রেখেছে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। একই সঙ্গে গতকাল অষ্টম দিনের মতো ধর্মঘট পালন করেছেন তারা। এ ছাড়া দশম জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

 

সর্বশেষ খবর