শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

বেগম রোকেয়া দিবস আজ

বেগম রোকেয়া দিবস আজ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৩তম জন্ম ও ৮১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন নারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীতে আজ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সংশ্লিষ্টদের নারী ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য 'বেগম রোকেয়া পদক' দেওয়া হবে। এ ছাড়া বিপ্লবী নারী সংহতির উদ্যোগে আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রোকেয়া বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল ও সকাল ৯টায় রোকেয়া হল গেটে সমাবেশের আয়োজন করবে। বাংলা একাডেমি বিকাল ৪টায় একাডেমির সেমিনার কক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর