শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

প্রশাসনিক হয়রানি রোধে বরিশালে সিটিজেন বেল

প্রশাসনিক সেবাপ্রত্যাশীদের ভোগান্তি ও হয়রানি রোধে বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে চালু হলো সিটিজেন বেল (ঘণ্টা)। গতকাল বেলা ১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষের দরজার সামনে ফিতা কেটে ও বেল টিপে এই সিটিজেন বেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক কবি মো. শহীদুল আলম। দেশে প্রথমবারের মতো বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সিটিজেন বেল প্রতিস্থাপন করা হলো। এই পদ্ধতির উদ্ভাবক জেলা প্রশাসক মো. শহীদুল আলম। উদ্বোধনের পরপরই নগরীর সাগরদীর প্রবীণ বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবদুল আক্কেল আলী বেল টিপে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করেন। এ সময় জেলা প্রশাসক তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, প্রশাসনিক হয়রানির শিকার যে কোনো ব্যক্তি এ সিটিজেন বেল টিপে তার কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে জনভোগান্তি অনেকাংশে লাঘব হবে। বরিশাল মুক্তি দিবস উপলক্ষে এই বেল বরিশালবাসীর জন্য এক বিশেষ উপহার বলে তিনি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর