শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
ফলোআপ

'রেলে নাশকতায় জড়িতের প্রমাণ পেলেই ব্যবস্থা'

রেলের নাশকতার সঙ্গে কোনো কর্মকর্তা -কর্মচারী জড়িত থাকার প্রমাণ পেলেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. আবু তাহের। তিনি বলেন, রেলের নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ, আনসার সদস্যের সমন্বয়ে তিন কিলোমিটার অন্তর ৮ জন করে নিয়োজিত রয়েছে। এদিকে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত 'অবরোধে রাতের ট্রেন বন্ধ রাখার প্রস্তাব, আজ সিদ্ধান্ত' শীর্ষক সংবাদের একাংশে প্রকাশিত রেলে নাশকতার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা জড়িত বিষয়ে তদন্ত কমিটি গঠন করছেন বলে জানিয়েছেন রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) মকবুল আহমদ। তবে নাশকতার সঙ্গে চট্টগ্রাম রেল স্টেশনের হেড বুকিং ক্লার্ক ও স্টেশন শাখার শ্রমিক দলের সভাপতি রায়হান আলী জড়িত নন বলে দাবি করেছেন। তিনি বলেন, রেল কর্মীদের ন্যায়সঙ্গতভাবে দাবি পূরণে শুধু নিয়মতান্ত্রিক ট্রেন ইউনিয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর