শিরোনাম
সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

চকবাজারে দিনদুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

রাজধানীর চকবাজারে দিনদুপুরে জাহাঙ্গীর নামে এক দোকান কর্মচারীর কাছ থেকে ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বেলা পৌনে ২টার দিকে উর্দু রোডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। হরতাল অবরোধে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় দিনদুপুরে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটল। পুলিশ জানায়, এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখা থেকে টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন জাহাঙ্গীর। উর্দু রোডে পৌঁছালে মোটরসাইকেল আরোহী ৬ যুবক তার গতিরোধ করে। তারা জাহাঙ্গীরের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় জনতা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, জাহাঙ্গীর ৫৪০/১ নম্বর উর্দু রোডে একটি প্যাকেজিং কারখানার কর্মচারী। ছিনতাইয়ের বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের ধরতে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর