রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

স্থিতিশীলতা ফিরেছে শেয়ারবাজারে

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল ধারায় ফিরছে পুঁজিবাজার। নতুন বছরের শুরু থেকেই পুঁজিবাজারে সূচক ও লেনদেন ধারা ঊধর্্বমুখী। গত ১৫ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। একই সঙ্গে এক বছরের মধ্যে ডিএসইর সূচক সাড়ে চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগের বছরের পুঁজিবাজারে নানামুখী পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তায় বাজার স্থিতিশীল হয়ে উঠছে। এ ধারা অব্যাহত থাকলে ২০১০ সালে সর্বস্ব হারানো বিনিয়োগকারীদের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। ডিএসই সূত্রে জানা গেছে, নতুন বছরের শুরুতে ডিএসইর মোট বাজার মূলধন ছিল দুই লাখ ৬৫ হাজার টাকার কিছু বেশি। দুই সপ্তাহের ব্যবধানে এখন বাজার মূলধন দুই লাখ ৭৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মাত্র ১৫ দিনে বাজার মূলধন বেড়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। গত বছরে ডিএসইর সূচকের অবস্থান ছিল সাড়ে চার হাজার পয়েন্টের নিচে। বছরের লেনদেনে সূচকের গড় অবস্থান ছিল ৪ হাজার পয়েন্টের কিছু বেশি। ১৬ জানুয়ারি ডিএসইর সূচক সাড়ে চার হাজার পয়েন্ট ছাড়িয়েছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে ডিএসইর লেনদেন হার ২০১৩ সালের ডিসেম্বরের শেষদিকে এসে বাড়ে। নতুন বছরে গড় লেনদেন দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকায়। পুরো ২০১৩ সাল জুড়ে ছিল ৪০০ কোটি টাকার নিচে। বাজারে এ ধারা অব্যাহত রাখতে নতুন সরকার বাজারে ইতিবাচক পদক্ষেপ নেবে এ আশায় দিন গুনছেন বিনিয়োগকারীরা। বাজার শক্তিশালী করতে বৃহৎ কোম্পানির তালিকাভুক্ত করাসহ সহায়ক মুদ্রানীতি প্রণয়নের দাবি বিনিয়োগকারীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর