রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

খোকন ও শাম্মীর জামিন নামঞ্জুর

খোকন ও শাম্মীর জামিন নামঞ্জুর

বিএনপির যুগ্ম-মহাসচিব, জাতীয়তাবাদী আহনজীবী ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

রাজধানীর বাংলামোটরে পুলিশের গাড়িতে পেট্রোলবোমা ছুড়ে পুলিশ হত্যাসহ তিন মামলায় রবিবার দুপুরে মাহবুব উদ্দিনের জামিন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত।

এর আগে সকাল ১০টার দিকে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন মেট্রেপলিটন ম্যাজিস্টেট হাসিবুল হক।

বনানী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শাম্মী আক্তারকে।

রবিবার পুলিশ শাম্মী আক্তারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। এদিকে আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত দুটি আবেদনই নামঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া শাম্মীকে সম্পূর্ণ নিদোষ দাবি করেন এবং তার জামিন আবেদন করেন।

গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে শাম্মী আক্তারকে আটক করে ঢাকা মহানগর পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর