রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয়

ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলকায়দা নেতা জাওয়াহিরির প্রকাশিত ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয়।


মন্ত্রী আজ সচিবালয়ে অবাধ তথ্যপ্রযুক্তি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।  সবকিছু মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। ভিডিও বার্তাটিকে আমরা হুমকি মনে করি না।


উল্লেখ্য, সম্প্রতি আল কায়েদা নেতা আয়মন আল-জাওয়াহিরির একটি ভিডিও বার্তা অনলাইনে প্রচার হয়। ওই বার্তায় আল কায়েদা নেতা বাংলাদেশিদের ভারতীয় উপমহাদেশ এবং পশ্চিমের ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনলাইনে ‘সাইটইনটেলগ্রুপ’ নামক একটি ওয়েবসাইটে এই ভিডিওবার্তাটি প্রচার করা হয়।
 
 

সর্বশেষ খবর