রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ঢাকায় অনুমোদনহীন ভবন ৫০০০

ঢাকায় অনুমোদনহীন ভবন ৫০০০

ঢাকা মহানগরীতে রাজউকের অনুমোদন বহির্ভূত ও অনুমোদন না মেনে নির্মিত ভবনের সংখ্যা প্রায় ৫০০০ বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ।


তিনি আজ দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান।


মন্ত্রী জানান, নিয়ম ও অনুমোদন বহির্ভূত ঐ সব ভবন উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম রাজউকে চলমান আছে। এসময় তিনি রাজউকের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩২১ টি বলেও উল্লেখ করেন।
 

সর্বশেষ খবর