শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

সংঘর্ষের আশঙ্কায় পাঁচ বছর পলিটেকনিক ছাত্রাবাস বন্ধ!

খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চারটি ছাত্রাবাস দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ আছে। স্থানীয়দের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হতে পারে এ আশঙ্কায় ২০০৯ সালের ৩ জুন ছাত্রাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে ছাত্রাবাসগুলো আর চালু করা হয়নি। ফলে দূরদূরন্ত থেকে আসা শিক্ষার্থীদের বাইরে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে খুলনার খালিশপুরে ৩৩ একর জমির ওপর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। এখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট ও আইপিসিটি বিভাগে শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার ৯০০। কলেজ প্রতিষ্ঠাকালেই অপেক্ষাকৃত দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের আবাসন সমস্যা মেটাতে এখানে খানজাহান আলী ছাত্রাবাস, সুন্দরবন ছাত্রাবাস, জাহানাবাদ ছাত্রাবাস ও শেরেবাংলা ছাত্রাবাস তৈরি করা হয়। চারটি ছাত্রাবাসের ৪৮০ জন ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে। ২০০৯ সালের ৩ জুন কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় অধিবাসীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ছাত্রবাসগুলো বন্ধ করে দেয়। সেই থেকে অব্যবহৃত থাকায় বর্তমানে ছাত্রাবাসগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ছাত্রাবাসগুলো বন্ধ থাকায় দূরদূরন্ত থেকে ভর্তি হওয়া ছাত্রদের চরম ভোগান্তিতে পড়ালেখা চালাতে হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের ভোগান্তি বেশি। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, কলেজের আশপাশে সুবিধাজনক আবাসন ব্যবস্থা না থাকায় তাদের কলেজ থেকে বেশ দূরে থাকতে হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর