শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

মেঘনায় জেটি নির্মাণের ওপর স্থিতাবস্থা

মেঘনা নদীতে মাটি ভরাট করে জেটি নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে ৩ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট নদী দখল করে মাটি ভরাটের মাধ্যমে জেটি নির্মাণের সামগ্রী অপসারণের আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড আপিল দায়ের করে। এর পর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এ আবেদনের শুনানি শেষে গতকাল আপিল বিভাগ ওই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর