শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

**********

বাতিল হওয়া ১৭ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৮ মার্চ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এ পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হওয়ার কথা ছিল। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছর ৮ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় ইতোমধ্যে জানানো হয়েছে। প্রার্থীরা পরীক্ষায় আগের প্রবেশপত্র ব্যবহার করতে পারবেন। প্রবেশপত্র না থাকলে বা হারিয়ে গেলে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করতে হবে। যে ১৭ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো_ ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবেন না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর