শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

‘হাঁটা বাবা’র কবর নিয়ে ভক্তদের গণ্ডগোল

রাজধানীর মোহাম্মদপুরে ‘হায়দার বাবা’ বা ‘হাঁটা বাবা’ নামে পরিচিত জুলফিকার হায়দার মারা যাওয়ার পর তার কবরের স্থান নির্ধারণ নিয়ে ভক্তদের মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটেছে। জুলফিকার হায়দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপুরের আগে আট থেকে দশ হাজার ভক্ত ছুটে যান তাজমহল রোডে মোহাম্মদপুর ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে। ভক্তদের একটি অংশ মাঠের মাঝখানে ‘হাঁটা পীরের’ কবর দেওয়ার দাবি তোলেন। কিন্তু মসজিদ কমিটি মাঠের পাশে তাজমহল রোড কবরস্থানে জুলফিকার হায়দারকে কবর দেওয়ার ঘোষণা দিলে ভক্তরা হট্টগোল শুরু করে। একপর্যায়ে কয়েকশ ভক্তের সঙ্গে স্থানীয়দের হাতাহাতিরও উপক্রম হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও র‌্যাবের উপস্থিতিতে রাতে তার জানাজা শেষে দাফনের ব্যবস্থা করা হয়।
ভক্তদের কাছে পীর হিসেবে পরিচিত জুলফিকার হায়দারকে সঙ্গী পরিবেষ্টিত হয়ে রাস্তায় বিরতিহীন হাঁটতে দেখা যেত বলে স্থানীয় বাসিন্দারা তাকে চেনেন ‘হায়দার বাবা’ বা ‘হাঁটা পীর’ নামে। তার বড় ছেলে জাবেদ আখতার হায়দার জানান, গতকাল সকাল ৮টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান তার বাবা। তার বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে বাবাকে প্রথমে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার বাসায় নেওয়ার কিছুক্ষণ পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানেই সকালে তিনি মারা যান। ভক্তদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ‘হায়দার বাবা’ কাঁটাবন মসজিদের পাশে আশ্রয় নেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর