রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ইলিশ মোকামে ইলিশ নেই বিত্তবানদের কাড়াকাড়ি

ইলিশ মোকামে ইলিশ নেই বিত্তবানদের কাড়াকাড়ি

দক্ষিণের সবচেয়ে বড় ইলিশ মোকাম বরিশালের পোর্ট রোড আড়তে মাছ আসছে একেবারেই কম। যে পরিমাণ আসছে তা চড়া দামে নিয়ে যাচ্ছে দূরদূরান্ত থেকে আসা পাইকার ও উচ্চবিত্তের মানুষ। তাই বাজার থেকে ইলিশ নয়, হতাশা নিয়ে ফিরছেন সীমিত আয়ের ক্রেতা। এক সরকারি চাকরিজীবী বলেন, পহেলা বৈশাখ, পান্তা-ইলিশ তার মতো সীমিত আয়ের মানুষের জন্য নয়। বাজারে ইলিশ কিনতে গিয়ে আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না বলেই অন্য মাছ কিনতে হয়েছে তাকে। ইলিশের মূল্য বৃদ্ধির প্রভাবে অন্যান্য মাছের দামও তুলনামূলক বেড়েছে বলে অভিযোগ করেন তিনি। অবশ্য দাম চড়া হলেও স্বাদের ইলিশ কিনতে পেরেই খুশি সামর্থবান ক্রেতারা। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কম-বেশি বিভিন্ন সাইজের ইলিশ আছে বাজারে। কিন্তু দাম বেশি হওয়ায় ইলিশের কাছেও ভিড়তে পারছেন না সাধারণ ক্রেতারা। এক খুচরা বিক্রেতা জানান, দাম বেশি তাই ক্রেতা কম। তবে শেষ দিকে ক্রেতা ও দাম দুটোই বাড়বে বলে মনে করেন তিনি। পোর্ট রোড মোকামের দিনা মৎস্য আড়তের মালিক ফরিদ হোসেন জানান, ইলিশ এসেছে একেবারেই কম। তাই ইলিশ নিয়ে কাড়াকাড়ি হয়েছে। নিলামে দেড় কেজি সাইজের ইলিশ প্রতি মন লাখ টাকা, ১২০০ গ্রামের ৮৫ হাজার, এক কেজির ৭১ হাজার, এলসি সাইজ (৬০০ থেকে ৯০০ গ্রাম) ৪৫ থেকে ৪৯ হাজার টাকায় বিক্রি হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর