রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

'যারা ১৩ দফা মানবে তারা হেফাজতের বন্ধু'

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, 'দেশের রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে তাদের ১৩ দফা মানতে হবে। যারা ১৩ দফা মানবে তারা হেফাজতে ইসলামের বন্ধু। যারা মানবে না তারা ইসলামের দুশমন।' গতকাল লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালাত সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী আহমদীয় মুসলিম ও আহলে হাদিসকে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, 'তারা নিজেদের কখনো মুসলিম দাবি করতে পারে না। গণজাগরণ কর্মীদের পুনরায় ইসলাম গ্রহণ করার তাগিদ দিয়ে বাবুনগরী বলেন, 'তা করা না হলে তাদের ওপর আল্লাহর গজব পড়বে।'

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর