রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

গুগল পার্টনার হলো সফ্‌টউইন্ডটেক

গুগলের পার্টনার হলো বাংলাদেশি প্রতিষ্ঠান সফ্‌টউইন্ডটেক। সেবার কঠোর মান নিয়ন্ত্রণের বিভিন্ন স্তর সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় সম্প্রতি গুগল সফ্‌টউইন্ডটেক পার্টনার ঘোষণা করে। এখন থেকে সফ্‌টউইন্ডটেক গুগলের বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করবে। গুগলের সঙ্গে ব্যবসা করতে আগ্রহীদের পূর্ণ সহযোগিতা করবে দেশের ডিজিটাল মার্কেটিং ও স্ট্র্যাটেজির শীর্ষস্থানীয় কোম্পানি সফ্‌টউইন্ডটেক। প্রতিষ্ঠানটি দেশের সোশ্যাল মিডিয়া ও মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, কনভার্সন অপটিমাইজেশন, টু-ডি ও থ্রি-ডি গেমসসহ বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল মার্কেটিং সেবায় নিয়োজিত। কোম্পানির সিইও ময়নুর হুসেইন চৌধুরী বলেন, গ্রাহকদের প্রত্যাশার চেয়ে বেশি সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। ঠিকানা : হাউস ৩৫/ডি, ফ্ল্যাট বি ৫, রোড ৭, ব্লক জি, বনানী, ঢাকা। মোবাইল: ০১৭৩০৪৩৩৭১১। বিজ্ঞপ্তি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর