রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

আইসিডিডিআরবির স্যালাইন তৈরি বন্ধ রাখার সিদ্ধান্ত

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) গ্লুকোজ ও চালের গুঁড়া দিয়ে তৈরি খাবার স্যালাইন উৎপাদন ও ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কাছ থেকে নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে আইসিডিডিআরবি সূত্র জানিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআরবি বলেছে, ৬০-এর দশকের শেষ দিকে আইসিডিডিআরবি খাবার স্যালাইন উদ্ভাবন করে। সেই সময় থেকে প্রতিষ্ঠানটি স্যালাইন তৈরি করছে এবং মহাখালীর ঢাকা হাসপাতালে ও চাঁদপুরের মতলবের হাসপাতালে ব্যবহার করে আসছে। প্রতিষ্ঠানের স্টাফ কো-অপারেটিভ সোসাইটি এ স্যালাইন তৈরি করত। আর কর্তৃপক্ষ বিনা মূল্যে তা হাসপাতালে আসা রোগীদের সরবরাহ করত। আইসিডিডিআরবি সূত্র জানায়, দীর্ঘকাল ধরে উৎপাদন ও ব্যবহার করে এলেও এই স্যালাইনের কোনো সরকারি অনুমোদন ছিল না। সরকারের ওষুধ প্রশাসন অধিদফতরেরও কোনো নিবন্ধন ছিল না। সম্প্রতি র‌্যাবের অভিযানের সময় জানা যায় যে, এই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ কেউ স্যালাইন তৈরি করছে। নিবন্ধন না থাকার বিষয়টি তখনই সামনে চলে আসে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিডিডিআরবি সিদ্ধান্ত নিয়েছে যে, ১৯৮২ সালের ওষুধ আইন অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিবন্ধন না পাওয়া পর্যন্ত স্যালাইন উৎপাদন বন্ধ থাকবে এবং কোনো হাসপাতালে ব্যবহার করা হবে না।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর