রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
সংস্কৃতি

হাজারো কণ্ঠে বাংলা নববর্ষকে বরণ করবে চ্যানেল আই ও সুরের ধারা

হাজারো কণ্ঠে বাংলা নববর্ষকে বরণ করবে চ্যানেল আই ও সুরের ধারা

এবারও হাজারো কণ্ঠে বাংলা নববর্ষ ১৪২১-কে যৌথভাবে বরণ করবে চ্যানেল আই ও সুরের ধারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এ অনুষ্ঠানটি শুরু হবে। এই আয়োজনে এক হাজার কণ্ঠে থাকবে বর্ষবরণের গান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এ আয়োজনের সঙ্গে রয়েছে লাক্স। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন দেশের গুণী ও বরেণ্য শিল্পীরা। কাল পহেলা বৈশাখ সূর্যোদয় থেকে শুরু হয়ে এ উৎসব চলবে বেলা ১২টা পর্যন্ত। তবে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হবে আজ ১৩ এপ্রিল সূর্যাস্ত থেকে চৈত্র-সংক্রান্তি উৎসব পালনের মধ্য দিয়ে। গতকাল বিকালে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আই’র পরিচালক ও  বার্তাপ্রধান শাইখ সিরাজ।
শেষ হলো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব : শিল্পকলা একাডেমিতে গতকাল শেষ হলো পদাতিক নাট্য সংসদের চার দিনব্যাপী নাট্যোৎসব। জাতীয় নাট্যশালার দুটি মিলনায়তনে প্রতিদিন দুটি করে চার দিনব্যাপী এই নাট্যোৎসবে আটটি নাট্যদলের আটটি নাটক মঞ্চস্থ হয়।
 

সর্বশেষ খবর