নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেছেন, 'বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ধরুন। বিএনপি এ ঘটনায় জড়িত নয়, আওয়ামী লীগই জড়িত।' জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে গতকাল এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন 'নিরাপত্তা সংকটে নাগরিক জীবন : উত্তরণের উপায়' শীর্ষক ওই আলোচনার আয়োজন করে। এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ যে উদ্দেশে '৭৫-এ বাকশাল করেছিল, একই উদ্দেশে ৫ জানুয়ারির নির্বাচন করেছে। বিএনপি সেই নির্বাচনে অংশ নিলে পরিস্থিতি আরও খারাপ হতো। বিএনপির নির্বাচনে না যাওয়া যথাযথ সিদ্ধান্ত ছিল। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, তাদের বিদায় নিতেই হবে।