অপমান সইতে না পেরে এক নারী গার্মেন্ট কর্মি আত্মহত্যা করেছেন। এছাড়া রাজধানীতে পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গার্মেন্ট কর্মি পরি বানু (৪০), সালমা আক্তার (৮), সোনিয়া আক্তার (২৫) ও আবু সুফিয়ান (৪৫)। নিহত গার্মেন্ট কর্মির ছোট ভাই উজ্জ্বল জানায়, পরি বানুর স্বামী গত ৬ বছর আগে মারা যান। তার ঘরে তিন সন্তান রয়েছে। তিনি গার্মেন্টে কাজ করতেন। বাড্ডার মগারদিয়া এলাকায় তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। মিজান আলী নামে স্থানীয় এক বখাটে তাকে উত্যক্ত করত। এ বিষয়ে গত বুধবার তিনি বিষয়টি শ্বশুর-শাশুড়িকে জানান। বৃহস্পতিবার পরি বানুসহ তিনজনে ওই বখাটের বাসায় গিয়ে তাকে বকা দেন। পরবর্তীতে বখাটে মিজান, তার ভাই কামাল, তার স্ত্রী সুফিয়া, আতিকুলসহ ৫/৬ জন তাদের মারধর করেন। বিষয়টি সম্পর্কে তারা স্থানীয়দের অবহিত করেন। উজ্জ্বল আরও জানান, মারধর করে অপমানের বিষয়টি পরি বানু মেনে নিতে পারছিলেন না। এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালমা কয়েকজন মেয়ের সঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যে সে পানিতে তলিয়ে যায়। আর বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে সোনিয়া ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ৮টার দিকে লিফটের তিন তলা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন আবু সুফিয়ান।