শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

জাবিতে ছয় শিক্ষার্থী বহিষ্কার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুটি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনায় ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থীরা রাত ১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিন শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে উভয়পক্ষ বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য তিনজন ও তিন মাসের জন্য তিনজনকে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং একজনকে সতর্ক করা হয়। ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলেন- শহীদ রফিক জব্বার হলের শামীম, রাশেদ খান মেনন ও ইমরান হোসেন নাসির এবং তিন মাসের জন্য বহিষ্কৃতরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ইশতিয়াক আহমেদ, দ্বীপ ও কৌশিক রহমান। একই ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের সজলকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে শহীদ রফিক জব্বার হলের ২য় বর্ষের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ১টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রক্টরিয়াল টিম ও হলের আবাসিক শিক্ষকদের অনুরোধে রাত ২টার মধ্যে অবরোধ তুলে নেয় তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর