শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি

ফারাক্কা, গজলডোবা ও টিপাইমুখসহ উজানের অভিন্ন আন্তর্জাতিক নদীতে নির্মিত বাঁধ, ড্যাম, ব্যারাজ অপসারণ করে ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা দাবিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, উজানে বাঁধ দেওয়ার কারণে দেশের হাওর-বাঁওড়, নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। মানববন্ধনে সংগঠনের সভাপতি আনোয়ার সাদতের সভাপতিত্বে প্রকৌশলী ইনামুল হক, উপদেষ্টা ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর