শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা
বাজার দর

বেড়েছে মাছ পিয়াজ ও সবজির দাম

বেড়েছে মাছ পিয়াজ ও সবজির দাম

রাজধানীর নিত্যপণ্যের বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে পিয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ছেই। স্থিতিশীল রয়েছে ডাল ও মাংসের দাম। গতকাল খোলা বাজারে প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০ টাকায়। আর ধনেপাতা বিক্রি হয়েছে ৩৫০ টাকা কেজি দরে। এ ছাড়া সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুর বাজার ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। বাজার ঘুরে দেখা গেছে, বেগুন (গোল) ৫০, লম্বা ৪০-৪২, বরবটি ৪০, শসা ২৫-৩০, করল্লা ৪০-৫০, টমেটো ৪০, কুমড়া ৩০, পটল ৪৫-৫০ টাকা, প্রতি হালি লেবু (প্রকারভেদে) ২৫-৩০ টাকা, কাঁচাকলা ৪০ টাকা হালি, সাদা আলু প্রতি কেজি ১৮ ও লাল আলু ২২ টাকা, প্রতি কেজি গাজর ৪৫-৫০ টাকা, পেঁপে ৪০ ও ধনেপাতা ৩৫০ টাকা, মাঝারি আকারের এক কুড়ি কৈ ৩০০ টাকা, রুই দেশি ২৮০-৩২০, কাতল ২২০-২৬০, তেলাপিয়া ১৩০-১৬০, বাইল্যা ৩০০-৪৫০ টাকা, প্রতি কেজি গরুর মাংস ২৭০-২৮০ টাকা, খাসির মাংস ৪৫০-৪৮০ টাকা, ফার্মের মুরগি ১৫০ ও  দেশি মুরগি ২৮০ থেকে ৩০০ (আকারভেদে) টাকায় বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর