শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

‘নতজানু নীতির কারণে ফারাক্কা সমস্যার সমাধান হয়নি’

সরকারের নতজানু নীতির কারণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা যায়নি। ফারাক্কা সমস্যার সমাধান হয়নি। তিস্তা চুক্তিও হয়নি। এদিকে দেশের উত্তরাঞ্চলে মরুকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আলোচনায় অংশ নেন হায়দার আকবর খান রনো, মোস্তফা জামাল হায়দার, কমরেড খালেকুজ্জামান, ড. সৈয়দ সফিউল্লাহ, মাহফুজউল্লাহ, ড. পিয়াস করিম ও পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর