রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

গণশৌচাগারের ইজারা মূল্যে নিম্নগতি

গণশৌচাগারের ইজারা মূল্যে নিম্নগতি

চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্টিন-সংলগ্ন গণশৌচাগারটি ২০১৩-১৪ অর্থবছরে ইজারা দেওয়া হয় ৮ লাখ ৫ হাজার টাকায়। তা ২০১৪-১৫ অর্থবছরে নেমে আসে ৭ লাখে। নগরের বক্সিহাটের গণশৌচাগারটি গত অর্থবছরে ইজারা দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার টাকায়। চলতি বছর দেওয়া হয় ৮১ হাজারে। পতেঙ্গা সি বিচের গণশৌচাগারটি গত বছর ২ লাখ ৬২ হাজারে ইজারা দেওয়া হলেও চলতি বছরের ইজারা মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এভাবে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বেশ কয়েকটি গণশৌচাগারের ইজারামূল্যে নিম্নগতি দেখা যায়। ফলে আয়বর্ধক প্রকল্প হিসেবে এগুলো চালু হলেও তা আয়ের মুখ দেখছে না। এ ছাড়া জাতিসংঘ পার্ক, দামপাড়া পুলিশ লাইনস, ফইল্যাতলী বাজার ও জিইসি মোড়ের গণশৌচাগার বর্তমানে বন্ধ। চসিকের ভূমি বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে করপোরেশনের পরিচালনাধীন ৩৭টি গণশৌচাগার রয়েছে। এর সবই সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে তৈরি। ২০১২-১৩ অর্থবছরে গণশৌচাগারের খাত থেকে রাজস্ব আসে ৭১ লাখ ৩১ হাজার ৬৯০ টাকা। ২০১৩-১৪ অর্থবছরে আসে ২ কোটি ২ লাখ ৫৫ হাজার ৩৩০ আর ২০১৪-১৫ অর্থবছরে ৭৮ লাখ ৮৫ হাজার ২২৭ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, গণশৌচাগারগুলোয় দরজা না থাকা, অপরিচ্ছন্ন, পানি সংকট, অবকাঠামো মেরামত না করায় ইজারামূল্য কমে যাচ্ছে। তবে ব্যবহারকারীদের অভিযোগ, গণশৌচাগারগুলো অপরিষ্কার থাকে। ফলে অনেকেই তা ব্যবহারে আগ্রহ দেখান না। সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, গণশৌচাগার থেকে লাভের কোনো মানসিকতা থাকে না। তার পরও ইজারা দেওয়ার মাধ্যমে এগুলো চালু রেখেছি। এর মাধ্যমে নামমাত্র রাজস্ব আদায় হয়। তিনি বলেন, ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায় ইজারামূল্যও কমছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর