রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

রাজধানীর আন্ডারপাসগুলোর বেহাল দশা

প্রবেশমুখগুলো মাদক-গাঁজা সেবীদের আড্ডাখানা

প্রবেশমুখে ছাউনি থাকলেও তার টিনে অসংখ্য ফুটো থাকায় একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটুপানি। কোনো পরিচ্ছন্নতা কর্মী অথবা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সে পানি শুকাতে লাগে সাত দিন। পানি শুকালেও মানুষের মলমূত্রে প্রায় পাবলিক টয়লেটের রূপ নেয় আন্ডারপাসটি। দুর্গন্ধে হেঁটে পার হওয়ার জো নেই। এটি রাজধানীর গাবতলীতে অবস্থিত যাত্রী পারাপারের আন্ডারপাস। এখন আর মানুষ পারাপারে ব্যবহার হয় না এটি, পরিণত হয়েছে মদ-গাঁজা সেবীদের আস্তানায়। এ ছাড়া প্রবেশমুখে হকারদের উৎপাত তো লেগেই আছে। লাইটিংয়ের বালাই নেই এখানে। দিনের আলো নিবে আসার সঙ্গে সঙ্গ ছিঁচকে চোর, ছিনতাইকারী, ভাসমান পতিতাসহ অন্ধকার জগতের নানান পেশার মানুষের আস্তানায় পরিণত হয় এটি। খুব বিপদে না পড়লে এ পাতাল ফুটওয়ে মাড়াতে চান না কেউ, জানান কল্যাণপুরের অনীক রহমান। সন্ধ্যার পর এ আন্ডারপাসে নামলে ছিনতাইকারী অথবা মাদকসেবীদের খপ্পরে পড়তে হয়। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এটি। রাজধানীতে যাত্রী পারাপারের জন্য গুলিস্তান ও কারওয়ান বাজারে আরও দুটি আন্ডারপাস থাকলেও গাবতলী আন্ডারপাসের অবস্থা সব থেকে করুণ। গুলিস্তানের আন্ডারপাসটি শুরু থেকেই মার্কেট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 'শীততাপ নিয়ন্ত্রিত মার্কেট' লেখা থাকলেও ভিতরে গিয়ে ভ্যাপসা গন্ধে বমি হওয়ার উপক্রম। এ আন্ডারপাসে ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে বলে জানান আন্ডারপাসে গড়ে ওঠা মার্কেটে মোবাইল সরঞ্জামাদি কিনতে আসা সাখাওয়াত হোসেন। স্পটে গিয়ে দেখা গেছে, প্রবেশমুখগুলো মাদক-গাঁজা সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দিনের থেকে রাতের চিত্র আরও ভয়াবহ। ছিনতাইকারী আর ভাসমান পতিতারা ভিড় করে প্রবেশমুখগুলোয়। মার্কেটের ক্রেতারাও টার্গেটে থাকে ছিনতাই চক্রের। এ আন্ডারপাসটিও এখন আর পথচারী পারাপারে ব্যবহৃত হয় না। চরম ঝুঁকি নিয়ে ব্যস্ততম রাস্তা পার হয় মানুষ। কারওয়ান বাজারে অবস্থিত আন্ডারপাস 'প্রজাপতি গুহা'র পরিবেশ মোটামুটি ভালো।

সরেজমিনে দেখা গেছে, আন্ডারপাসটির ছাদে রংবেরংয়ের প্রজাপতি সাজিয়ে রাখা হয়েছে। পথচারীরা স্বস্তিতেই রাস্তা পার হচ্ছে। নিরাপত্তার জন্য দিনে রাতে মোট ছয়জন নিরাপত্তাকর্মী ও দুজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রয়েছেন সেখানে। পুরো এলাকা ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ তত্ত্বাবধানে রাখা হয়েছে এটি। ফার্মগেটের সুজন হোসেন বলেন, যাত্রীস্বার্থকে গুরুত্ব দিয়ে ব্যস্ততম রাজধানীর আন্ডারপাসগুলো ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা জরুরি।

সর্বশেষ খবর