বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতরসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওলানা ভাসানী হলে ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ ঘুমন্ত নেতাকর্মীদের ওপর হামলা চালায় ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ গ্রুপের নেতাকর্মীরা। এসময় হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ওই হল শাখা সভাপতি শাকিল আহমেদ ও সদস্য রকনুজ্জামান সবুজের কক্ষ ভাঙচুর করে তাদের কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তিন নেতাকর্মীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে।

এছাড়া এ ঘটনায় ছাত্রলীগ কর্মী আকিব, সুজন, জহির, মারুফ, আরিফসহ আরও ৭ নেতাকর্মী আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় হলের অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এদিকে, এঘটনার পর পরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রোভোস্ট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বিষটি নিয়ে আলোচনায় বসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর