বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

চোরাই পণ্য বিক্রির আজব হাট!

৫০০ থেকে দেড় হাজার টাকায় দামি পণ্য

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের ফুটপাত দখল করে বসেছে অন্তত অর্ধশত দোকান। এসব দোকানে বিক্রি হয় নগরীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাই ও চুরি হওয়া দামি সব ব্র্যান্ডের জুতা, ঘড়ি, মোবাইল সেট, মানিব্যাগসহ নানা পণ্য। দামও হাতের নাগালে। মাত্র ৫০০ থেকে দেড় হাজার টাকায় পাওয়া যায় যে কোনো দামি পণ্য। কম দামে বাহারি পণ্য পাওয়া যায় বলে এসব কিনতে এক শ্রেণির ক্রেতা এখানে হুমড়ি খেয়ে পড়েন। চুরি হওয়া পণ্য প্রকাশ্যে বিক্রি হলেও পুলিশ কার্যত নীরব থাকেন। অভিযোগ রয়েছে- পুলিশকে বখরা দিয়ে ছিনতাই ও চুরির পণ্য বিক্রির এক আজব হাট এখানে গড়ে তোলা হয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হয় না।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রকৌশলী হাছান চৌধুরী বলেন, 'এ বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে গোয়েন্দা পুলিশ। বখরা নেওয়ার কথা অস্বীকার করে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, 'স্টেশন রোডে চুরি ও ছিনতাই হওয়া পণ্য বিক্রি হয় এরকম কোনো তথ্য নেই।' সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর স্টেশন রোডের নতুন স্টেশনের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে পুরনো রেলস্টেশন পর্যন্ত সড়কের দক্ষিণ পাশ দখল করে গড়ে ওঠেছে ৫০টিরও বেশি অস্থায়ী দোকান। এসব দোকানে বিক্রি করা হয় নগরীর বিভিন্ন মসজিদ, মন্দির থেকে চুরি হওয়া জুতা, স্যান্ডেল, ছিনতাই হওয়া মোবাইল সেট, ঘড়ি ও মানিব্যাগ। এ ছাড়া বিভিন্ন বাসা-বাড়ি থেকে চুরি হওয়া কাপড়-চোপড়, আসবাবপত্র, শোপিস, প্রসাধন সামগ্রী পাওয়া যায় এসব দোকানগুলোতে। এসব দোকানে দেশি-বিদেশি বিভিন্ন দামি ব্র্যান্ডের জুতা বিক্রি হয় ৫০০ থেকে দেড় হাজার টাকায়। মোবাইল সেট মিলে ৭০০ থেকে আড়াই হাজারে। এ ছাড়া মাদক ব্যবসা, পতিতাবৃত্তিসহ অনেক ধরনের অপরাধ সংঘটিত হয় এসব দোকান ঘিরে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর